অনেক দিন টিভিনাটকে অভিনয় করেন না অভিনেত্রী ফারজানা চুমকি। আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চুমকি। এরই মধ্যে দুটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন। মঞ্চনাটকেও হাজির হচ্ছেন নিয়মিত। ২০ বছর ঢাকা থিয়েটারের হয়ে অভিনয় করেছেন অনেক নাটকে। প্রথম অভিনয় করেন ‘হাত হদাই’ নাটকে। এই করোনাকালেও নতুন মঞ্চনাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। আনন জামান রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। চুমকি বলেন, ‘মঞ্চ আমার পছন্দের জায়গা। ২০ বছর হয়ে গেল মঞ্চে কাজ করছি। এখনো সেই শুরুর মতোই ভালো লাগা আছে। আজীবন মঞ্চনাটক করে যেতে চাই।’
বর্তমানে দুটি টিভিনাটকে কাজ করছেন চুমকি। একটির নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’, আরেকটি ‘গুলশান অ্যাভিনিউ সিজন ২’। এ দুটি নতুন ধারাবাহিক ছাড়া আরও দুটি ধারাবাহিকের কিছু অংশের শুটিং করেছেন। এখন থেকে নিয়মিতই সময় দিতে চান একক ও ধারাবাহিকে।
দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন চুমকি। ক্যারিয়ারের শুরুতে মূলধারার অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু করেননি। পরিবার সাপোর্ট করেনি বড় পর্দায় অভিনয়ের। এত বছর পর গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’ ছবিতে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে ছবিটি। চুমকি বলেন, ‘এখন গল্পনির্ভর অনেক ছবি হচ্ছে। সেগুলোয় কাজ করতে চাই, যদি ভালো চরিত্র পাই।’
দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে চুমকি বলেন, ‘সংসার ও সন্তানদের কথা ভেবেই কাজে বিরতি নিয়েছি। আমার দুই ছেলে। একটা সময় মনে হয়েছে ওদের সময় দেওয়া খুবই জরুরি। দীর্ঘ বিরতি নিয়ে আমার কোনো আফসোস নেই। মা হিসেবে সন্তানদের সময় দেওয়াটা প্রাধান্য দিয়েছি। এখন সন্তানেরা বড় হয়েছে। তাই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’