চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা আলম এবং তিনজন শিক্ষকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে দুজন প্রধান শিক্ষক রয়েছেন। গতকাল মঙ্গলবার এটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।
করোনা শনাক্ত হওয়া শিক্ষকেরা হলেন উপজেলা মেখল দয়াময়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নেছা, মেখল রুহুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাহার ও উত্তর ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শুভ্রা আল আমীন।
আইসোলেশনে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা আলম মোবাইল ফোনে বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার (গতকাল) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষা করি। এতে করোনা পজিটিভ আসে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছি।’
গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় সহকারী শিক্ষক, বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন ও দক্ষিণ পাহাড়তলী অলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।