মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন ও দুই উপজেলায় ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার এসব ইউপি ও শ্রীমঙ্গল পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার মধ্যরাত (রাত ১২টা) থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখার নির্বাচনী এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তবে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকেরা নির্বাচন কমিশনের স্টিকার ও পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। এ ছাড়া শনিবার মধ্যরাত (রাত ১২টা) থেকে রোববার মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। একই দিন তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে জেলার দুটি উপজেলার ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আছে বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন।
জেলার কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চণ্ডী, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন।