হোম > ছাপা সংস্করণ

স্ত্রীর মামলায় আট বছর পর কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে স্ত্রীর করা মামলায় প্রায় আট বছর পর নুরুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ধৃতপুর গ্রামের আবু বোরহান পাটোয়ারির ছেলে।

মামলা হওয়ার পরপরই নুরুল ইসলাম ওমানে চলে যান। সম্প্রতি দেশে ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০১২ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনির সঙ্গে বিয়ে হয় নুরুল ইসলামের। বিয়ের দুই বছর পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এর জের ধরে স্বামীসহ শ্বশুরের পরিবারের লোকজনকে আসামি করে আদালতে মামলা করেন খালেদা আক্তার পনি। মামলার পরপরই গ্রেপ্তার এড়াতে ওমান চলে যান নুরুল ইসলাম।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ওই মামলায় নুরুল ইসলামকে দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন ওমানেই ছিলেন তিনি। গত ১৩ অক্টোবর দেশে ফেরেন নুরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ