বইমেলায় অভিনেত্রী নাফিজা তুষিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে আগামী ৭ দিনের মধ্যে তা অপসারণ করতে বলা হয়েছে। এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বদরুদ্দোজা বলেন, আদালত বলেছেন, যদি ওই নারী মনে করেন, সাজা দেওয়ার প্রক্রিয়া সঠিক হয়নি, তাহলে তিনি যথাপোযুক্ত আদালতে যেতে পারবেন। এর আগে বইমেলায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে ২৭ ফেব্রুয়ারি রিট করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।