দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পাবনা থেকে বিশেষ নিরাপত্তায় মালবাহী ও তেলবাহী ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনে দাঁড়িয়ে আছে ঢাকা-কলকাতা রুটের ট্রেন মৈত্রী এক্সপ্রেস। অন্যান্য ট্রেনও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম বলেন, ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী স্টেশনে পৌঁছানোর পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ট্রেনটি আর কলকাতা ফিরতে পারেনি। এখানেই রয়েছে। তবে ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। মালবাহী ও তেলবাহী ট্রেনগুলোকে বিশেষ নিরাপত্তায় চালু রাখা হয়েছে।