চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের মাসে প্রথমবারের মতো হচ্ছে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।
পরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, পিএসসির সাবেক সদস্য মো. ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মোখলেসুর রহমান।