জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামে আলাউদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় রোয়ার গ্রামের মাঠে রোয়ার ডিজিটাল ক্লাবের উদ্যোগে ওই খেলা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুর আনোয়ার লিটন প্রমুখ।