নেত্রকোনার কলমাকান্দা থেকে নাঈম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি ওই গ্রামের খুরশেদ আলমের ছেলে।
জানা গেছে, শিশুটিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর একটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত নাঈমের পরিবারের সদস্যদের দাবি, ছেলেকে হত্যা করা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দূল আহাদ খান বলেন, মরদেহ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।