তাহিরপুরে জলবায়ু পরিবর্তন নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি, স্থানীয় নীতিনির্ধারক’। গতকাল
শনিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অ্যাকশন এইডের সহযোগিতায় এই জলবায়ু সংলাপের আয়োজন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তন। বিশ্ব নেতারা স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। বিষয়টি এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ। জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।