টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে গণ-অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদস্যসচিব নুরুল হক নূর। ওই হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন দাবি করেন।
হামলার ঘটনায় মামলা না করার কারণ জানিয়ে নূর বলেন, ‘জিডিই নিচ্ছে না, মামলা তো দূরের কথা। আদালত স্বাধীন নয়, তাই প্রকাশ্যে হামলারও বিচার হচ্ছে না।’
গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘নিজ দলের ওপর নিয়ন্ত্রণ না থাকলে প্রধানমন্ত্রীর সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত।’
সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।