সিলেট প্রতিনিধি
সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে তিনজন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৯০৬ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন সিলেটের, একজন সুনামগঞ্জের ও অপরজন মৌলভীবাজারের বাসিন্দা।