দিনাজপুরের খানসামায় বিষ দিয়ে গমখেত নষ্ট করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত বুধবার উপজেলার খামারপাড়া ইউনিয়নে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের মোছা হালিমা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী দুই কিস্তিতে দুই লাখ ৭০ হাজার টাকা লুৎফর রহমান নামক এক ব্যক্তির কাছে ৪৫ শতক জমি বন্ধক নেন। পরবর্তীতে জমি কিছুদিন ভোগ করার পর টাকা পরিশোধ না করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন জমির মালিক।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।