একের পর এক দেহের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। রাস্তায় পড়ে আছে মরদেহ। আহত হয়ে গোঙাচ্ছেন অনেকেই। গত রোববার মিয়ানমারের ইয়াঙ্গুনের রাস্তায় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ চিত্র দেখা যায়। নিহত হন অন্তত ৫ জন। এ সময় ১৫ জনকে আটক করে নিয়ে যায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানার পর বেসামরিকদের এমন দমন-নিপীড়ন বন্ধ করার জন্য জান্তা সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মিয়ানমারে জাতিসংঘের আবাসন সমন্বয়ক রামানাথান বালাকৃষ্ণান বলেন, বেসামরিক লোকদের ওপর যারা এমন নির্যাতন চালিয়েছেন তাদের আইনের আওতায় আনা হোক।
রোববারের ঘটনা নিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, ‘দাঙ্গা’ থামাতে ৮ জনকে আটক করেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।