হোম > ছাপা সংস্করণ

প্রতি সপ্তাহে গান প্রকাশ করবে সং জোন

গানের নতুন ভাবনা এবং তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সং জোন নামের মিউজিক প্ল্যাটফর্ম। মহান বিজয় দিবসে একটি ম্যাশআপ কনটেন্টের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবার প্রতি সপ্তাহে একটি নতুন গান প্রকাশের ঘোষণা দিল প্ল্যাটফর্মটি। পাশাপাশি থাকবে গানের নানা সেশন ও কনসার্ট। 

আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে ১০টি গান মুক্তি দেয় সং জোন। সর্বশেষ বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি নতুন আঙ্গিকে প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্ল্যাটফর্মটির। গানটিতে কণ্ঠ দিয়েছেন সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ। দেশাত্মবোধক গানটির সঙ্গে সংযোজিত কথাগুলো লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।

ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি—স্লোগান নিয়ে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটিতে থাকবে বাউলগান, গজল, কীর্তন, ব্লুজ, র‍্যাপসহ সব ধরনের গান। সং জোন-এর ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ বলেন, ‘একাত্তরে বিজয় ছিনিয়ে আনার পেছনে অনন্য ভূমিকা ছিল গানের। বিভিন্ন আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গান। গানের সেই শক্তির অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। আগামী ফেব্রুয়ারিতেই প্রথম সেশন নিয়ে হাজির হব।’

সংগীতের এ নতুন প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ ও ক্রিয়েটিভ প্রডিউসার অনুপ আইচ। মিউজিক প্রডিউসার ও সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছেন জাহিন রশীদ, সমন্বয়কারীর দায়িত্বে মুয়ীয মাহফুজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ