হোম > ছাপা সংস্করণ

বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আবদুর রহিম বাবু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা-পুলিশ।

গত শনিবার দুপুরে ধর্ষণের শিকার বাক্‌প্রতিবন্ধীর মা বাদী হয়ে ফুলগাজী থানায় আবদুর রহিম বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আবদুর রহিম বাবু উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বাদী ঘটনার শিকার মেয়ের মা জানান, তাঁর মেয়ে আবদুর রহিম বাবুর বাড়িতে কাজকর্ম করত। হঠাৎ তিনি ওই বাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। খাওয়া-দাওয়ায় অরুচি, শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তাঁর মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা।

বুদ্ধি ও বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তাঁর মেয়ে ইশারা-ইঙ্গিতে বোঝান যে, আবদুর রহিম বাবু তাঁকে জোর করে ধর্ষণ করে। তাতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তিনি মেয়েকে নিয়ে ফুলগাজী থানায় গিয়ে ধর্ষণের মামলা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন আবদুর রহিম বাবুর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ