হোম > ছাপা সংস্করণ

সালথায় ১৮ বছর পর সরকারি রাস্তা উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে সালথায় ১৮ বছর ধরে প্রভাবশালীর দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সালথা বাজারের হাইস্কুল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতার। এ সময় সার্ভেয়ার, তহসিলদার ও সালথা থানা-পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজারের সরকারি রাস্তা দখল করে স্থানীয় ভাওয়াল গ্রামের জাফর মুন্সি দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে তৎকালীন সালথার সাবেক ইউএনও মোহাম্মদ হাসিব সরকার দোকানঘর বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জাফর মুন্সী আবার দোকান খুলে ভাড়া দেন। পরবর্তী প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, ১৮ থেকে ২০ বছর ধরে সরকারি রাস্তা দখল করে দোকানঘর দেওয়ায় আমাদের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। আমরা এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ জানিয়েছি সরকারি রাস্তাটি দখলমুক্ত করে চলাচল উপযোগী করার জন্য।

এ বিষয়ে দোকানঘর নির্মাণকারী ঘর মালিক জাফর মুন্সী বলেন, ‘এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে কিছু সরকারি ও কিছু মালিকানা সম্পত্তি রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। আমি সালথার সাবেক ইউএনও সারের অনুমতি নিয়েই পুনরায় দোকান খুলেছি।’

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, ম্যাপ দেখে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দেখা যায় সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণের ফলে বাজার দিয়ে চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ