যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে চারটি ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ কেটে ফেলার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গাছের নিচে মানববন্ধনের আয়োজন করে ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন আন্দোলন কমিটি।
কপোতাক্ষ নদের সেতু নির্মাণের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের চলমান কাজে ক্ষতিগ্রস্ত এসব গাছ না কাটলে যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়। মানববন্ধন শেষে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন আয়োজকেরা।
এ সময় বক্তব্য দেন ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন আন্দোলন কমিটির উপদেষ্টা কে এম আমানুল কাদির টুল্লু, আহ্বায়ক আশরাফুজ্জামান বাবু, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ নুরুল হক কিন্তু, আব্দুর রহিম, আবু সাঈদ মিলন প্রমুখ।
কে এম আমানুল কাদির টুল্লু বলেন, ‘ঝিকরগাছায় মহাসড়কের দুপাশে থাকা মৃতপ্রায় গাছগুলো মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গাছগুলো কাটতে লিখিত আদেশও এসেছে। কিন্তু জেলা পরিষদের অসহযোগিতার কারণে এগুলো কাটা সম্ভব হচ্ছে না। গাছ জেলা পরিষদ নেবে কিন্তু কাটার টাকা দেবে না।’
তিনি বলেন, ‘ডিসি, ইউএনও ও জেলা পরিষদ চেয়ারম্যানের নামে সাধারণ ডায়েরি করা হবে। গাছের কারণে যদি প্রাণহানির ঘটনা ঘটে তাহলে তাঁদের নামে মামলা করা হবে।’
আশরাফুজ্জামান বাবু বলেন, ‘গাছ কে নেবে আর কাটার টাকা কে দেবে এসব আমরা জানতে চাই না। আমরা চাই গাছগুলো দ্রুত অপসারণ করা হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকেরা বিষয়টি আমলে না নেওয়া দুঃখজনক।’