বাংলাদেশের সিনেমায় ছটকু আহমেদ অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তাঁর। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি, চিত্রনাট্য লিখেছেন। পরিচালনাও করেছেন ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ বেশ কিছু সিনেমা। অনেক দিন পর নির্মাণে আসছেন ছটকু। নতুন সিনেমায় সঙ্গে নিয়েছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমাকে। গতকাল তাঁরা ছটকুর নতুন সিনেমা ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এ সিনেমায় অভিনয়ের খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন প্রবীণ নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’
‘
জানা গেছে, আগামী ১৬ অক্টোবর থেকে ‘আহারে জীবন’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা ছটকু আহমেদের। শুটিং হবে ঢাকার এয়ারপোর্ট, হজ ক্যাম্পসহ বিভিন্ন জায়গায়। এতে আরও থাকবেন মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাস, জয় চৌধুরী, শাহনূরসহ অনেকেই।