শিল্পদূষণ ও দখল থেকে ঢাকার সাভারের তিনি বিল-বাগিল, ধলাই ও পাকুরিয়া এবং কোনাপাড়া খাল রক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন।
একইসঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালককে ছয় মাসের মধ্যে দূষণের অবস্থা নির্ণয়, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের তালিকা দিতে বলেছেন আদালত। এ ছাড়া দূষণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
সাভারের ১২টি ইউনিয়নের ২০ গ্রামে প্রবাহিত তিনটি বিল ও কোনাপাড়া খাল ৩০টি শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে দূষণ ও দখলের বিরুদ্ধে ২০১১ সালে রিট কের বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ওই সময় জলাশয়গুলোকে বিষাক্ত শিল্প বর্জ্য থেকে রক্ষায় বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা দূষণমুক্ত করে মুক্তপ্রবাহ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ১০ বছর আগের ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত।