চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকায় এ অভিযান চালান র্যাব সদস্যরা।
গ্রেপ্তার তরুণরা হলেন মো. রাকিব (২০) ও মো. সুমন (২০)। রাকিব শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বালুটঙ্গি বাজারের বাসিন্দা। সুমন একই ইউনিয়নের দাদনচক গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড়ে অভিযান চালায়। সেখানে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ওই দুই তরুণকে গ্রেপ্তার করে।