হোম > ছাপা সংস্করণ

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বামীকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা তাম্মী—এমন অভিযোগে মো. রাকিব হাসানের করা মামলায় নাসির হোসেন, তামিমা ও তাঁর মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য শুনানি হবে আগামী ২৪ জানুয়ারি। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই তারিখ ধার্য করেন।

প্রাথমিক তদন্তে নাসির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করে এ মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত এই প্রতিবেদন আমলে নিয়ে গত রোববার আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তামিমা তাঁর স্বামী মো. রাকিব হাসানকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে ‘অবৈধ’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাকিব হাসানের সঙ্গে তামিমার বিয়ে বলবৎ থাকা অবস্থায় ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তামিমার মা সুমি আক্তার এই অবৈধ বিয়েতে সহযোগিতা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ