হোম > ছাপা সংস্করণ

সড়ক সংস্কারে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় হুমকি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও অনিয়ম করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা এ হুমকি দেন বলে জানা গেছে। গতকাল বুধবার সকালে তাড়াশ-কাটাগাড়ি সড়কের তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে তাড়াশ থেকে কাটাগাড়ি জিসি পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ পায় টাঙ্গাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্স। সংস্কার ব্যয় ধরা হয় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৮৯৮ টাকা। কাজটি শুরু হয় গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে। চুক্তি মোতাবেক ২০২১ সালের এপ্রিল মাসে সংস্কার কাজ শেষ করার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামে ওই রাস্তা সংস্কারে নিম্নমানের পাথর, পরিমাণে কম বিটুমিন ব্যবহার করা হয়। বুধবার ভাদাশ গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, মজনু ও হাসান আলীসহ কয়েকজন এর প্রতিবাদ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কার কাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা। একপর্যায়ে মুক্তা স্থানীয়দের ওপর চড়াও হন। দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে বলেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্সের মালিক হিল্টন সাহার সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু ওপাশ থেকে সাড়া দেননি তিনি।

কথা হলে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা বলেন, ‘রাস্তা নির্মাণে মিক্সিংয়ে (উপকরণ মেশানো) সমস্যা হতে পারে।’

উপজেলা প্রকৌশলী মো. ইত্তেখার বলেন, ‘বিষয়টি দুঃখ জনক। আমি বিষয়টি দেখছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ