হোম > ছাপা সংস্করণ

যৌতুক মামলায় সরকারি কর্মকর্তা কারাগারে

রংপুর প্রতিনিধি

রংপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় এক সরকারি কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এমরান মিঞা (৩৩) নামে ওই ব্যক্তি নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

গতকাল রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি ইমরান মিঞা নীলফামারী জেলার শিশু বিষয়ক কর্মকর্তা। তিনি পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ইমরান মিঞা ও রংপুর নগরীর কেরানীপাড়ার মোশারফ হোসেন খানের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তা (৩০) চলতি বছরের মে মাসে ঢাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে দুই পরিবারের লোকজন আলোচনা সাপেক্ষে পুনরায় আগস্ট মাসে তাঁদের বিয়ের আয়োজন করেন। তবে ইমরানের পরিবারের এ বিয়েতে সম্মতি ছিল না। এরপর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তাঁরা। পরবর্তীতে স্ত্রী মুক্তার কাছ থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইমরান। এতে মুক্তা রাজি না হলে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন তিনি। এ ঘটনায় গত ৯ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা করেন মুক্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ