হোম > ছাপা সংস্করণ

যেভাবে বিতর্ক এড়িয়েছেন দীপিকা

দুর্বার গতিতে ছুটে চলেছে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমার আয় ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি। তবে মুক্তির আগে বয়কট ট্রেন্ডের কারণে সিনেমাটি নিয়ে শঙ্কায় ছিলেন অনেকে। বিশেষ করে ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে। কিন্তু সে সময় একেবারে চুপ ছিলেন দীপিকা।

সিনেমা মুক্তির এক মাস পরে সেই প্রসঙ্গে মুখ খুললেন এ অভিনেত্রী। দীপিকা মনে করেন সে সময় তিনি যে কথাই বলতেন তাতে বিতর্ক আরও বেড়ে যেত। আরও জানিয়েছেন সে পরিস্থিতিতে কীভাবে সামলেছিলেন নিজেকে। দীপিকা বলেন, ‘আমি ও শাহরুখ যে পরিবারে বড় হয়েছি, সেখানে আমরা শুধু পরিশ্রম, মন দিয়ে কাজ করা আর বিনম্র হওয়া শিখেছি। এই বিষয়গুলোই আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। কিছু বিষয় অভিজ্ঞতা থেকে এসেছে, পরিণত করেছে। তা ছাড়া, আমরা দুজনেই অ্যাথলেট ছিলাম। সংযম শিখতে খেলা খুবই সাহায্য করে।’

দীপিকা এখন ব্যস্ত ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তারকারা। জানা গেছে, দুই ভাগে নির্মাণ হচ্ছে ‘প্রজেক্ট কে’। সিনেমার প্রথম পর্ব আগামী বছরের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ‘ফাইটার’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন দীপিকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ