গেটস কেমব্রিজ বৃত্তি বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তির মধ্যে একটি। যুক্তরাজ্য বাদে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের জন্য এটা উন্মুক্ত। দক্ষ ও সুযোগ্য ভবিষ্যৎ বিশ্বনেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ২০০০ সালের অক্টোবর মাসে গেটস কেমব্রিজ স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হয়।
এ স্কলারশিপের সব খরচ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বহন করে। এই ফাউন্ডেশন যুক্তরাজ্যে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ও পিএইচডি ডিগ্রি প্রোগ্রামের জন্য সম্পূর্ণ খরচ বহন করে থাকে। প্রতিবছর ৮০টি বৃত্তি দেওয়া হয়। বৃত্তির প্রায় দুই-তৃতীয়াংশ পিএইচডি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে। যুক্তরাষ্ট্রের জন্য প্রায় ২৫টি এবং বাকি অন্যান্য দেশের জন্য ৫৫টি বৃত্তি।
সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় যে কোর্স করা যাবে
১ বছরের পোস্টগ্র্যাজুয়েট, পিএইচডি, এমএসসি/এমলিট ইত্যাদি।
বৃত্তির আওতাধীন নয়
যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি, এমবিএ, ফিন্যান্সে স্নাতকোত্তর, পিজিসিই, ক্লিনিক্যাল স্টাডিজ, ৬ বছরের খণ্ডকালীন ডক্টর অব মেডিসিন ডিগ্রি, মেডিসিনে স্নাতক কোর্স, খণ্ডকালীন ডিগ্রি, নন-ডিগ্রি কোর্সের জন্য এই বৃত্তি প্রযোজ্য নয়।
যা যা প্রয়োজন
বিস্তারিত জানতে (https://www.gatescambridge.org/programme/the-scholarship/)
আবেদনের শেষ সময়
৬ জানুয়ারি, ২০২২।
সূত্র: গেটস কেমব্রিজ স্কলারশিপ-এর ওয়েবসাইট