বাগেরহাটের মোংলায় এক কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর এলাকার কুমারখালি ভাংগার মোড় থেকে তাঁকে আটক করা হয়।
আটক আবুল বাশার (৪৫) উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা। তিনি মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে গাঁজাসহ আবুল বাশারকে আটক করা হয়েছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বাগেরহাটের মোল্লাহাটে এক কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা-পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার গাংনী এলাকা থেকে মুকুল গাজী (২৯) নামে ওই যুবককে আটক করা হয়। আটক মুকুল গাজী উপজেলার কুলিয়া গ্রামের কবির গাজীর ছেলে।
মুকুল গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মোল্লাহাট থেকে এক কেজি গাঁজাসহ মুকুল গাজীকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাঁকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানা-পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।