পাকিস্তানের বেলুচিস্তানের কেচ শহরে নিরাপত্তা বাহিনীর একটি ফাঁড়িতে সন্ত্রাসীদের হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে সেনাদের গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ভোরে কেচ শহরে পাকিস্তানি সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় সেনাসদস্য ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ১০ সেনাসদস্য নিহত হন। প্রাণ হারান এক হামলাকারীও। এ ছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অবশ্য কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের হামলার পর পুরো এলাকায় তল্লাশি শুরু করা হয়। পরে তিন সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান এখনো চলছে।