নওগাঁয় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষার আগে টিকা পেয়ে খুশি পরীক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এ সময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হাসান, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার প্রথম দিনে এইচএসসি পরীক্ষার্থীসহ নওগাঁ সরকারি কলেজের ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে প্রথম ডোজের এ টিকা দেওয়া হয়।