বড়লেখা উপজেলায় চেক ডিজঅনারের দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে বড়লেখা আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার গভীর রাতে উপজেলার কাঠালতলী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবুল উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী দক্ষিণ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, চেক ডিজঅনারের দুই মামলায় আদালত আবুলকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানার রায় দেন। এরমধ্যে আদালত দায়রা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৯ লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৮ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন। রায় ঘোষণার পর থেকেই মো. আবুল হাসান পলাতক ছিলেন। পরে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, তাঁকে বড়লেখা আদালতে পাঠানো হয়েছে।’