হোম > ছাপা সংস্করণ

করোনাভাইরাসে মৃত্যু ২ রোগীর, শনাক্ত ৯

রংপুর প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৪ ঘণ্টায় দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নয়জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ২৮ জন।

গতকাল বৃহস্পতিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৬২ শতাংশ।

নতুন মৃত দুই ব্যক্তি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। এর আগে চার দিন মৃত্যুহীন ছিল রংপুর বিভাগ। সর্বশেষ গত ৩০ অক্টোবর বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়।

নতুন শনাক্ত নয়জনের মধ্যে দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের দুজন করে এবং গাইবান্ধার একজন রয়েছেন।

সর্বশেষ দুজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৪৩ জনে দাঁড়াল। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২৭, রংপুরে ২৯৩ ও ঠাকুরগাঁওয়ে ২৫৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া নীলফামারীতে ৮৯, পঞ্চগড়ে ৮০, কুড়িগ্রামে ৬৯, লালমনিরহাটে ৬৮ ও গাইবান্ধায় সর্বনিম্ন ৬৩ জন মারা গেছেন।

করোনাভাইরাসের সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৯৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ হাজার ৩৮০ জন রোগটিতে আক্রান্ত হন। এর মধ্যে ৫৩ হাজার ৯৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

ডা. জাকিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সাধারণ মানুষের মধ্যে আবার সচেতনতার অভাব দেখা যাচ্ছে। মানুষ মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এমনটি চলতে থাকলে সেটা স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ