ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে বাকিবুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়ার মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাকিবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাইজখার গ্রামের বাদল মিয়ার ছেলে।
গত মঙ্গলবার বিকেলে বাকিবুল্লাহ নানার বাড়ির উঠোনে খোলা করছিল। এ সময় খেলা করতে করতে সবার অগোচরে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। বিকেলে তার লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে স্বজনেরা এসে পুকুর থেকে বাকিবুল্লাহর লাশ উদ্ধার করে।