হোম > ছাপা সংস্করণ

প্রাণখোলা ডাকপিয়নের গল্প

মেয়েটির নাম চিঠি। গরিব ঘরের মেয়ে। নামের সঙ্গে আছে তার কাজের মিল। পোস্ট অফিসে কাজ করে সংসার চলে চিঠির। এলাকাজুড়ে তার পরিচিতি। সবাই ভীষণ পছন্দ করে চিঠিকে। সে-ও সাইকেলে চেপে হাসিমুখে সবার কাছে পৌঁছে দেয় দরকারি খবর। স্টার জলসার নতুন সিরিয়ালে এমন চরিত্র হয়ে পর্দায় দেখা দেবেন দেবচন্দ্রিমা সিংহ রায়।

সিরিয়ালের নাম ‘সাহেবের চিঠি’। ২৭ জুন থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দেখা যাবে চিঠি নামের প্রাণোচ্ছল এক ডাকপিয়নের গল্প। এ সময়ে স্টার জলসায় এত দিন প্রচারিত হতো ‘বউমা একঘর’। কিন্তু টিআরপি তালিকায় সিরিয়ালটি অনেক দিন ধরেই ভালো অবস্থান করতে পারছে না। তাই বউমা একঘরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সোম থেকে শুক্রবার রাত ১১টার স্লটে।

সাহেবের চিঠি সিরিয়ালে দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বেঁধেছেন প্রতীক সেন। তাঁকে দেখা যাবে বাংলার আইকন সাহেব মুখার্জির চরিত্রে। একজন তারকাশিল্পী প্রতীক, যাকে দেখতে বাড়ির সামনে ভিড় করে ভক্তরা। কিন্তু সে কারও সঙ্গে দেখা করতে চায় না। থাকতে চায় অন্তরালে। কারণ, দুর্ঘটনার কবলে পড়ে পা হারিয়েছে সাহেব। তার কাছে একদিন চিঠি নিয়ে হাজির হয় গল্পের চিঠিওয়ালি দেবচন্দ্রিমা। সেই চিঠিতে আছে সাহেবকে লেখা তার এক ভক্তের শেষ ইচ্ছের কথা।

কিন্তু এই ফোন-ইমেইলের যুগে চিঠির আবেদন কতটা প্রাসঙ্গিক? দেবচন্দ্রিমা বলেন, ‘এই মোবাইলের যুগে আমরা মেসেজের মাধ্যমেই সবার সঙ্গে কানেক্টেড থাকি। কিন্তু কোথাও মনের কানেকশনটা আমাদের হারিয়ে যাচ্ছে। কারণ হাতে লেখা চিঠিতে যে আন্তরিকতা আছে, সেটা আর কিছুতে নেই। চিঠি বিশ্বাস করে, মনের খবর নেওয়ার জন্য হাতে লেখা চিঠি হলো একমাত্র মাধ্যম।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ