কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা এতে সভাপতিত্ব করেন।