সাংবাদিক গোলাম সরোয়ারকে নির্যাতনের অভিযোগ এনে এ ঘটনার জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। গত শুক্রবার রাতে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় সাংবাদিক নেতারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।
প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যক্ষ আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলী সুজন ও নির্যাতনের শিকার দৈনিক বণিক বার্তার সাংবাদিক গোলাম সরোয়ার প্রমুখ।