হোম > ছাপা সংস্করণ

হাতীবান্ধায় বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমান নামের এক পল্লিচিকিৎসকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার হাবিবুর ছয়জনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত শনিবার দুপুরে উপজেলায় সিংগীমারী গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন—উপজেলার সিংগীমারী গ্রামের রমজান আলী, নোকবার, হামিদ, নছমদ্দি, মোস্তফা ও উপজেলার পূর্ব সাড়ডুবি এলাকার তৈয়ব আলী। ভুক্তভোগী হাবিবুর রহমান উপজেলার সিংগীমারী গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি একজন পল্লিচিকিৎসক।

জানা গেছে, হাবিবুর ২০০৪ সালে উপজেলার সিংগীমারী গ্রামে ১০ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ২০১৭ সালে ওই জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ বাধে। এ ছাড়া সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এরই মাঝে গত শনিবার দুপুরে অভিযুক্তরা হাবিবুর রহমানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে করে বসতবাড়ি পুড়ে ছাই হয়। এরপর প্রতিপক্ষের লোকজন জমির অর্ধেক অংশে বাঁশের বেড়া দেন।

পল্লিচিকিৎসক হাবিবুর বলেন, ‘নোটিশ ছাড়া আদালত থেকে তিন ব্যক্তি পরিচয় দিয়ে আমার বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ ও গাছপালা কেটে তাঁরা জমি দখলে নিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।’

এ বিষয়ে অভিযুক্ত রমজান আলী বলেন, ‘ওই জমির অংশ আমার বাবা মৃত মকবুল হোসেনের তাই আমার মা রহিমা বেগম জমি ফেরত পেতে আদালতে মামলা করেছেন। ওই জমির রায় আমরা পেয়েছি। এ ছাড়া আমরা তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করিনি।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ