হোম > ছাপা সংস্করণ

চাঁদাবাজির সময় ভুয়া সিআইডিকে আটক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চাঁদাবাজির সময় ভুয়া সিআইডি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার দুপুরে চিলমারী উপজেলার রমনা ঘাটে এই ঘটনা ঘটে।

আটক ভুয়া সিআইডির নাম সাজু আহমেদ পায়েল ওরফে সুমন। তাঁর বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার রাজিব শঠিবাড়ি গ্রামে।

রমনা ঘাটের মুদির দোকানি আলমগীর ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে সুমন পরিচয়ে এক যুবক আমার দোকানে এসে গ্যাসের ওষুধ চান। আমি তাঁকে বলি ভাই আমার তো মুদির দোকান, এখানে কোনো ওষুধ নেই। তিনি অনেক অনুরোধ করে বলেন, আপনার বাড়ি থেকে একটি গ্যাসের ওষুধ এনে দেন আমার পেটে সমস্যা হচ্ছে। পরে বাড়ি থেকে একটি গ্যাসের ওষুধ এনে দিই। তিনি ওষুধ হাতে নিয়ে বলেন, ‘‘আমি সিআইডি, আপনি অবৈধভাবে ওষুধ বিক্রি করেন। আমার সঙ্গে থানায় চলেন।’’ পরে তাঁকে বলি স্যার আমি তো গরিব মানুষ। এ সময় তিনি আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। একপর্যায় তিনি ৫ হাজার টাকা; এরপর ১ হাজার টাকা দাবি করেন। ১ হাজার টাকা নেন। তাঁর সঙ্গে কথা বলার সময় দু-একজন মানুষ জড়ো হতে শুরু করেন এবং সুমনের কথাবার্তায় সন্দেহ হলে চিলমারী থানায় ফোন দিলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। এই বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।’

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ভুয়া সিআইডি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুয়া সিআইডি সুমনের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ