চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাতনামা সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছত্রাজিতপুরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় রাকিব নামের এক স্কুলশিক্ষার্থী বলে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছত্রাজিতপুর ফুলতলা এলাকায় সোনামসজিদ থেকে আসা একটি ট্রাক পেছন থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় ওই সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর পর বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চাপা দেওয়া চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।