নিজের সংগ্রামী জীবন এবং সাফল্যের গল্প শিক্ষার্থীদের শোনাতে আজ শুক্রবার বুড়িচংয়ে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি উপজেলার ভরাসার উচ্চবিদ্যালয়ে আজকের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে বক্তৃতায় তাঁর সফলতার গল্প বলবেন তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবুল হাশেম খানকে সংবর্ধনা দেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্রিটিশ চ্যারিটি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস।
এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহাম্মদ, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার প্রমুখ উপস্থিত থাকবেন।
এ বিষয়ে জানতে চাইলে ভরাসার উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ফারুক মেহেদী আজকের পত্রিকাকে জানান, শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং উন্নত জীবনের জন্য তৈরি হওয়ার প্রেরণা দিতেই এ আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, অনুষ্ঠানটি আজ শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।