পাকিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে বাঁহাতি ওপেনারকে দেখা যাবে না টি-টোয়েন্টি সিরিজে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজেই খেলবেন তামিম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশে আসবে বাবর আজমের দল। ১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ। তবে এই তিন টি-টোয়েন্টিতেও খেলবেন না প্রায় দেড় বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকা তামিম।
পাকিস্তান সিরিজ সামনে রেখে ১২ নভেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে তামিম এই ক্যাম্পে নন, তিনি টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করতে খেলবেন জাতীয় ক্রিকেট লিগে।
চট্টগ্রাম বিভাগীয় দলের কোচ আফতাব আহমেদ জানিয়েছেন, এনসিএলের চতুর্থ পর্ব থেকে খেলতে তামিম আগ্রহ প্রকাশ করেছেন।
৭ নভেম্বর থেকে শুরু হবে এনসিএলের চতুর্থ পর্ব। পঞ্চম পর্ব শেষে ২৬ নভেম্বরের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তামিম।