বরিশালের বানারীপাড়ায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে নেই সংযোগ সড়ক। তাই বাঁশ-কাঠের সিঁড়ি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করত হচ্ছে এলাকাবাসীকে।
উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে এই সেতুটির অবস্থান। সেতু নির্মাণের এক বছরেও সংযোগ সড়ক হয়নি এর।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাইশারীসহ বিভিন্ন ইউনিয়নে মোট ৪০টি লোহার সেতু নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। এগুলোর মধ্যে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের জাফর হাওলাদারের বাড়ির সামনে ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১ বছর পূর্বে নির্মিত সেতুর সংযোগ সড়ক না জনভোগান্তি এখন চরমে। বিভিন্ন শ্রেণি-পেশার শিশু ও বৃদ্ধসহ নারী-পুরুষ দু’পাশে বাঁশ-কাঠের সিঁড়ি দিয়ে আতঙ্ক ও ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে যান চলাচল করতে পারছে না। এদিকে সেতুটির পশ্চিম প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করতে হলে দরিদ্র একটি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হবে।
সেতুটির নির্মাণকাজের সাব ঠিকাদার ইমন বলেন, শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়া হবে।
বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৪০টি সেতু নির্মাণকাজ চলমান রয়েছে। ৩০ জুনের মধ্যে সংযোগ সড়কসহ সেতুগুলোর নির্মাণকাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে।