এলএলবি শেষ বর্ষের পরীক্ষা আজ শুক্রবার। পরীক্ষার আগের দিন বৃহস্পতিবারও বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের অনেক পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে বিড়ম্বনায় পড়েন। তার ওপর প্রবেশপত্র বাবদ ৫০০ টাকা ফি নেওয়া হয়েছে বলে ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেছেন।
রংপুর থেকে সহধর্মিণীর এলএলবি পরীক্ষার জন্য আসেন জনৈক চাকরিজীবী। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজ কর্তৃপক্ষ ফোনে সকাল ১০টা থেকে প্রবেশপত্র দেওয়ার কথা বললেও বিকেলে দিয়েছে।
এলএলবি শেষ বর্ষের একাধিক পরীক্ষার্থী বৃহস্পতিবার জানান, শুক্রবার পরীক্ষা। কিন্তু প্রবেশপত্রের জন্য পরীক্ষার্থীদের বৃহস্পতিবার সকালে আসতে বলেছে কলেজ কর্তৃপক্ষ। ওই প্রবেশপত্র বিতরণ করা হয় বিকেলে।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, ল কলেজে নানা অজুহাতে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। ৪৬৮ পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র কার্ড বাবদ ২ লাখ ৩৪ হাজার টাকা ফি নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তবে বরিশাল আইন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের প্রবেশপত্র ফি বাবদ ৫০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, ‘আগে আমরা ১০০ টাকা নিতাম প্রবেশপত্র বাবদ। এখন কেন ৫০০ টাকা নেওয়া হচ্ছে তা বুঝতে পারছি না। এটি খতিয়ে দেখা দরকার।’