হোম > ছাপা সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আবারও বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। গত মঙ্গলবার থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত। এ পর্যায়ে উপজেলার মোট ২৬৯ জনের আবেদন যাচাই-বাছাই করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সাহন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালুর উপস্থিতিতে প্রত্যেক আবেদনকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগের সহসভাপতি সাংবাদিক মো. আবু কাউছার, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। আজ শেষ হবে এ কার্যক্রম।

যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নবীনগরে শতভাগ সঠিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে তালিকা পাঠাব। আমরা সঠিক করছি কি না, তা-ও সবাই দেখার সুযোগ আছে এখানে।’

কমিটির আরেক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অধিকতর যাচাই-বাছাই করে তালিকা তৈরি করছি। আমাদের এখানে যাঁরা কমিটিতে আছেন, সবাই চেষ্টা করছেন শতভাগ সঠিক তথ্য-উপাত্ত দিয়ে যাচাই-বাছাই করে প্রতিবেদন পাঠাতে।’

যাচাই-বাছাই কমিটির আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অতীতে কী হয়েছে আমরা জানি না। বর্তমানে আমরা শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ