বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বাড়বে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ওই মানববন্ধনে নজরুল ইসলাম বলেন, ‘ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, জনগণের কাছে তারা দায়বদ্ধ নয়। তাই তাঁরা জনগণের কথা ভাবে না।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।