শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের নতুন প্রধান হয়েছেন অধ্যাপক জহীর উদ্দিন আহমদ। তিনি ১৯তম প্রধান হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করবেন।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গবেষণা কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ার্দার এবং নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক জহীর উদ্দিন আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।