হোম > ছাপা সংস্করণ

মঙ্গলবার চৌগাছার ২২ ওয়ার্ডে গণটিকা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছার ফুলসারা ও পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ২২ ওয়ার্ডে আগামী মঙ্গলবার গণটিকা দেওয়া হবে। যারা এখনো টিকা নেননি তাঁরা নিবন্ধন করে অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে নির্ধারিত টিকাকেন্দ্রে গেলেই টিকা নিতে পারবেন।

আর যাদের বয়স ১৭ বছর পূর্ণ হয়েছে তবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ নেই তাঁরাও এসব কেন্দ্রে গিয়ে টিকা নিতে নিতে পারবেন বলে উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এ ছাড়া যারা প্রথম ডোজ টিকা নেওয়ার পর ২য় ডোজ টিকা নেওয়ার সময় হয়েছে তাঁরা খুদেবার্তা পান বা না পান তাঁরাও এসব কেন্দ্রে গিয়ে ২য় ডোজ টিকা নিতে পারবেন।

যেসব কেন্দ্রে টিকা দেওয়া হবে সেগুলো হলো ফুলসারা ইউপির সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর দাখিল মাদ্রাসা, রায়নগর মাধ্যমিক বিদ্যালয়, জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ারদহ-নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ারদহ হামিউল সুন্নাহ মাদ্রাসা। পাশাপোল ইউনিয়নের পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দাখিল মাদ্রাসা, দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়, হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা লুৎফুন্নাহার বলেন, দ্রুত শতভাগ টিকা কার্যক্রম সম্পন্ন করার জন্য আমরা গ্রামে গ্রামে গিয়ে টিকা দিচ্ছি। এসব কেন্দ্রে গিয়ে নিবন্ধিতদের পাশাপাশি যারা নিবন্ধন করেননি তাঁরাও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ নিয়ে গিয়ে এমনকি যাদের দুটির একটিও নেই তাঁরাও টিকা নিতে পারবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ