ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়। তবে এ সময়ে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।
মৃত ব্যক্তিরা হলেন ত্রিশালের দুলাল মিয়া (৫৫) ও জামালপুর জেলার মেলান্দহের জুলেখা বেগম (৫০)। এ নিয়ে চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০১ জনের মৃত্যু হলো। এর আগের তিন মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়।
মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, এই ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ওয়ার্ডে ৬৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, এই দিন ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের কারও করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫০২ জন।