হোম > ছাপা সংস্করণ

লক্ষ্মীপুরে কাটা গাছ পড়ে শিশুর মৃত্যু আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে গাছের নিচে চাপা পড়ে ইসরাত জাহান মুমু নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে পৌর শহরের আদিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইসরাত জাহান মুমু উপজেলার মো. ইসমাইল হোসেনের মেয়ে এবং আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌরসভার আদিলপুর গ্রামের তিনা গাজী বাড়িতে (নিহত শিশুর নানার বাড়ি) মায়ের সঙ্গে বেড়াতে আসে শিশু ইসরাত জাহান মুমু। শিশুটি ও তার মা, মামি, নানিসহ বাড়ির উঠানে আড্ডা দিচ্ছিল। এ সময় পাশে শিশুর মামাদের একটি কড়ই গাছ কাটছিলেন শ্রমিকেরা। তারা গাছের ডালপালা না কেটে সরাসরি গাছ কেটে দেন। এ সময় গাছটি তাদের ওপর পড়ে ইসরাত জাহান মুমুসহ পাঁচজন আহত হয়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুমুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত মুমুর বাবা মো. ইসমাইল বলেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মহিরাল আলম আজকের পত্রিকাকে জানান, ডালপালা না কেটে গাছ কেটে দেওয়ায় গাছচাপা পড়ে এক শিশু মারা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ