কয়েক দিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গুঞ্জন উঠেছে চিত্রনায়ক শাকিবের ঘরণী হচ্ছেন তিনি! এবার উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে মন্তব্য করে খবরের শিরোনাম মিষ্টি।
চিত্রনায়ক শাকিব খান বিয়ে করতে চলেছেন—এমন খবরের পর জানা যায় ডাক্তার মেয়ে পছন্দ নায়কের। সেই হিসেবে অনেকে মিষ্টিকে জড়ান। কারণ, অভিনয়ের পাশাপাশি মিষ্টি একজন চিকিৎসক। মিষ্টি জান্নাতও বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে নিয়ে সাক্ষাৎকার দেন। এ বিষয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’
এমন মন্তব্যের পরেই জয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত। তিনি দাবি করেন, জয় তাঁকে চেনেন। তাঁর সঙ্গে তিনটি অনুষ্ঠানও করেছেন। নিকেতনে বসে কফিও খেয়েছেন। তবু না চেনার ভান করে হেয় করেছেন।
অভিনেত্রী আরও দাবি করেন, জয় তাঁকে প্রায়ই মেসেজ দেন। নিকেতনে এলে একসঙ্গে বসে কফি খান। তবু তাঁকে না চেনার ভান করেছেন। মিষ্টি জান্নাত বলেন, ‘তিনি যে বললেন, “ওই মেয়ে”। এটা কেন বলবেন? আমি কষ্ট পেয়েছি। যদি তিনি সিনিয়র না হতেন, তাহলে তাঁকে ধরে থাপড়াতাম। তাঁর প্রোগ্রামে গেলেও এমন করেন। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করেন। আমার কাছে সেসবের ভিডিও আছে। তিনি অনেক নেগেটিভ কথা বলেন।’
মিষ্টি আরও বলেন, ‘জয় ভাই বলছেন, আমার ও শাকিবের বিয়ে হলেও সেটা টিকবে না। উনি কীভাবে জানলেন, আমাদের বিয়ে হচ্ছে। আরি তিনি কীভাবে বললেন বিয়ে হলে টিকবে না?’