টানা ১১ দিন ধরে চলছে গণপরিবহনের হাফ পাস চালু ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদের আন্দোলন। এই আন্দোলনের মাঝেই গত বুধবার সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নিহত হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। কলেজছাত্রের এই মৃত্যুর পর রাজধানী জুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। তাদের মাধ্যমে ফিরে এসেছে নিরাপদ সড়ক চাই। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মতিঝিল, গুলিস্থান, শান্তিনগর, কাকরাইল, ফার্মগেট, সাইন্সল্যাবে এ নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। চলমান এই আন্দোলনের মাঝে আবারও সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেছে আরও একজনের।
সড়ক ও গণপরিবহনের নানা অব্যবস্থপনায় বিষয়ে চলমান আন্দোলন নিয়ে এত দিন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও এবার মুখ খুলেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পরপর দুই দিন ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় দুজন নিহত হওয়ায় ওই চালকদের কঠোর শাস্তি দিতে রাষ্ট্র ব্যবস্থা নেবে। আর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
নটর ডেমের শিক্ষার্থীদের দাবি
গত বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় গতকাল সকাল থেকেই আবার বিক্ষোভ শুরু করে তার সহপাঠীরা। সকাল ১০ দিকে শিক্ষার্থীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে থাকে। সেখান তারা মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট ও গুলিস্থান মোড় অবরোধ করে।
নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে নটর ডেম কলেজছাত্র রিয়াজুল ইসলাম তানভীর বলেছে, নাঈমের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি সবার জন্য সড়ক নিরাপদ করা, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী-সেতু স্থাপন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে সে।
মেয়র তাপসের আশ্বাস
পরে দুপুর দুইটার দিকে ছাত্ররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দেন ‘মেয়র তোমার দেখা চাই, নাঈম হত্যার বিচার চাই। একপর্যায়ে বেলা ৩.১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা নগর ভবনে ঢুকে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মেয়র ফজলে নূর তাপস। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যাদের কারণে নাঈমের এই মৃত্যু, সেই দোষী ব্যক্তিদের ফাঁসি চাই। সিটি করপোরেশনের ময়লার গাড়ির ব্যবস্থাপনায় যারা আছেন তাদের বিষয়ে অনিয়মের তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এক বছরের মধ্যে গুলিস্তানে ‘শহীদ নাঈম’ নামে ফুট ওভার ব্রিজ বানানো হবে।
আরও একজনের মৃত্যু
দক্ষিণের মেয়রের এই আশ্বাসের বাণী শোনার সময় জানা যায়, রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন আহসান কবির খান। কবির খান ব্যবসা করতেন। রাজধানীর মগবাজারে থাকতেন তিনি। তাঁর দেশের বাড়ি ঝালকাঠি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা বলেন, এই ঘটনায় দোষীকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা হবে। ঘটনার তদন্তে ডিএনসিসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পরপর দুই সিটিতে মৃত্যু ঘটনার কারণে জনমনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে।
ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, সিটি অবৈধভাবেই গাড়ি বরাদ্দ গ্রহণ করে তা চালানোয় পরিচ্ছন্নতা কর্মী মো. হারুন মিয়া ও গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতা কর্মী মো. আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে। বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়ি চালক (ভারী) মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিএমপির অস্বীকার
এদিকে নিহত শিক্ষার্থী নাঈম হাসান মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়িটির চালক হারুনকে গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়ার অভিযোগ গুজব বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ। তিনি বলেন, ঘটনার সময় সিটি করপোরেশনের গাড়িটি চালাচ্ছিলেন রাসেল। প্রকৃত চালক হারুন ঘটনাস্থলে ছিলেন না। পুলিশ রাসেলকে গ্রেপ্তার করেছে। আর হারুনকেও গ্রেপ্তারের অভিযান চলছে।
সকাল থেকে আন্দোলন
শিক্ষার্থী হত্যার বিচার, গণ পরিবহনে হাফ পাস ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে গতকাল সকাল থেকেই রাজধানীর শান্তিনগর, কাকরাইল, বেইলি রোড, ফার্মগেট ও সাইন্সল্যাবে আন্দোলনে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তায় গাড়ির লেন ঠিক করাসহ ব্যক্তিগত গাড়ির চালকের লাইসেন্সসহ কাগজপত্র তল্লাশি করে। কোনো অসংগতি পেলে গাড়ি আটকে রাখে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা ছিল না। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে হলিক্রস কলেজের সামিরা ইসলাম বলেন, বাসে চলতে আমাদের নানা ধরনে সমস্যা সম্মুখীন হতে হয়। আবার অনেকে হেনস্তার শিকার হয়। এসব বন্ধে আইন করে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আমরা নিরাপদ গণপরিবহন চাই। যত দিন দাবি না মানা হবে, তত দিন আন্দোলন চলবে।
সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান হত্যার বিচার সহ ৯ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। হাফ পাস আন্দোলনের সংগঠক ইনজামুল হক বলেন, গণপরিবহনের হাফ ভাড়া শিক্ষার্থীদের প্রাপ্য, এটা দিতেই হবে। এর মধ্য একজন শিক্ষার্থী মারা গেছে। আমরা গণপরিবহনে রাস্তায় নিরাপত্তা চাই।
হাফপাসে সরকারে হ্যাঁ, অন্যদের না
অন্যদিকে টানা ১১ দিনের আন্দোলনের পর গতকাল বিকেলে শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়ে বিআরটিএ কার্যালয়ে বৈঠকে বসে বাস মালিক সমিতি, পুলিশ ও সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি শিক্ষার্থীদের ভ্রমণে ভাড়া ছাড় দেবে। তবে কত ছাড় দেওয়া হবে, তা আজ জানিয়ে দেবেন সড়ক পরিবহনমন্ত্রী। অন্যদিকে বেসরকারি পরিবহনমালিকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি। মালিকেরা জানিয়েছেন, তাঁদের পক্ষ কম নেওয়া সম্ভব না।
দায়িত্ব নিলেন মেয়র আতিক
রাজধানীর পান্থপথ ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় নিহত আহসান কবির খানের নবম ও চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত দুই সন্তানের লেখাপড়ার দায়িত্বভার নেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
ডিএনসিসি সূত্র বলছে, মেয়রের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, নিহতের নিজ বাড়িতে মরদেহ পরিবহন ও যাতায়াতের জন্য একটি ফ্রিজারভ্যান এবং একটি মাইক্রোবাস দেওয়া হয়েছে।